বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, রাজনৈতিক দলে আদর্শগত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে।
আজ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল সোয়া আটটায় সাভার (Savar) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় স্বার্থে ঐক্যের বার্তা
মির্জা আব্বাস বলেন, ‘অনৈক্য বলতে কিছু নেই, বরং স্বার্থের সংঘাত এবং আদর্শগত পার্থক্য আছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হলে সবাই এক হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দলীয় আদর্শ অনুযায়ী আলাদা অবস্থান থাকতে পারে, তবে জনগণ যখন প্রয়োজন মনে করবে, তখন সবাই ঐক্যবদ্ধ হবে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছিলাম, তবে ৫ আগস্টের পরে তা আবার ফিরে পেয়েছি।’
দ্বিতীয় স্বাধীনতা নয়, নতুন আন্দোলনের জয়
বাংলাদেশে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে কিছু নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করে নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন, কিন্তু আমি মনে করি, এটা প্রকৃত স্বাধীনতারই পুনরুদ্ধার। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, তারা একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে খাটো করতে চান।’
নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেই ঘোষণায় বিশ্বাস রাখতে চাই।’
নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রতিপক্ষ। আমরা বিশ্বাস করি, নির্বাচন হবে। যদি তেমন কিছু ঘটে, সময় এলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’