চীনের আগেই ভারত সফরের আগ্রহ জানালেও সাড়া পাননি প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) সবার আগে ভারত (India) সফরের আগ্রহ প্রকাশ করলেও সে বিষয়ে কোনো সাড়া পাননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) দ্য হিন্দু-কে জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু ইতিবাচক কোনো প্রতিক্রিয়া আসেনি।

ভারত সফরের আগ্রহ প্রকাশ করেও সাড়া মেলেনি

প্রেস সচিব শফিকুল আলম জানান, চীন সফর চূড়ান্ত করার কয়েক সপ্তাহ আগেই ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে ভারতকে বার্তা পাঠিয়েছিল, তবে কোনো উত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে, আজ বুধবার মুহাম্মদ ইউনূস চীন সফর শুরু করছেন। এ সফরে তাঁর সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (Xi Jinping)-এর দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রধান উপদেষ্টা চায়, চীন বাংলাদেশকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচনা করুক, বিশেষ করে উৎপাদনশিল্পে।

চীনের সঙ্গে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক

সফরকালে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশকে ব্যবসাবান্ধব দেশ হিসেবে পরিচিত করতে চান এবং এমন পরিবেশ গড়ে তুলতে চান, যাতে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন।

প্রেস সচিব বলেন, “বহু দেশ চীনা বিনিয়োগ নিয়ে শঙ্কিত, তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে চায়। চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (Wang Yi)-এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। সে সময় ওয়াং ই তাঁকে ‘চীনের পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছিলেন।

বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে বৈঠকের ইচ্ছা

চীন সফর শেষে মুহাম্মদ ইউনূস ব্যাংকক (Bangkok) যাবেন বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে। ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠেয় এই সম্মেলনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি।

মালয়েশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন ইউনূস

মালয়েশিয়া সরকারও প্রধান উপদেষ্টাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়েছে, যা তিনি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ উপকূলীয় এলাকা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ হয়ে উঠতে পারে

জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে দ্রুত দক্ষিণ এশিয়ার ‘গ্রোথ ইঞ্জিন’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

**সূত্র দ্য হিন্দু (The Hindu)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *