বিএনপি (BNP)’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (Gayeshwar Chandra Roy) বলেছেন, নির্বাচন যত দেরি হবে, অন্তর্বর্তী সরকার ততই সংকটে পড়বে। তিনি বলেন, ‘শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাধর হয়েও জনগণের ইচ্ছার বিরুদ্ধে থাকায় টিকতে পারেননি, বর্তমান সরকারও বেশিদিন টিকবে না।’
বিএনপি কার্যালয়ের সামনে ইফতার মাহফিলে বক্তব্য
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নয়াপল্টন (Naya Paltan) এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চ (Zia Manch)’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)’র রোগমুক্তি কামনায়।
‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি, তাই তারা সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে।’
এনসিপিকে সতর্কবার্তা
জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)’র নেতাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু এখন তারা বিএনপির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করছে। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে, এতে সরকারের দায় রয়েছে। কারণ, সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জনগণ যদি আপনাদের (এনসিপি) ভোট দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা বলার সময় সংযত হওয়া উচিত।’
বিএনপি নেতাদের উপস্থিতি
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্ল্যাহ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি আবু তালেব। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু (Barkat Ullah Bulu)।