ভারতের উত্তর প্রদেশ (Uttar Pradesh) রাজ্যের এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। সম্প্রতি মেরু (Meerut) এলাকায় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের ঘটনা তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর ভয় পেয়েছিলেন স্বামী
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মেরুতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। হত্যার পর ছুরিকাঘাতে মৃতদেহ টুকরো করে সিমেন্ট দিয়ে সিল করা একটি ড্রামে ভরে রাখা হয়। একই ধরনের আরেকটি ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিক ভাড়াটে গুণ্ডা দিয়ে স্বামীকে হত্যা করেন।
এই দুটি নৃশংস ঘটনা জানার পর নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন সান্ট কাবির নগর (Sant Kabir Nagar) জেলার কাতার জট গ্রামের বাসিন্দা বাবলু।
স্ত্রীর প্রেমের সম্পর্ক জানার পর সিদ্ধান্ত
২০১৭ সালে বাবলু তাঁর স্ত্রীকে বিয়ে করেছিলেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে। শ্রমিকের কাজের জন্য তিনি অন্য এলাকায় থাকতেন। কিছুদিন আগে তিনি জানতে পারেন যে, বিকাশ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে।
এই তথ্য নিশ্চিত করতে তিনি গ্রামে ফিরে আসেন এবং গ্রামবাসীদের বিষয়টি জানান। পরে পরিস্থিতি সামাল দিতে ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি স্ত্রীর সঙ্গে প্রেমিক বিকাশের বিয়ে দিয়ে দেন। এরপর বাবলু নিজেই তাঁর দুই সন্তানের লালন-পালনের দায়িত্ব নেন।