চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিং (Beijing)-এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজ থেকে বৈঠকের তথ্য জানানো হয়।
দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন মুহাম্মদ ইউনূস ও শি জিনপিং। আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বিনিয়োগ বিষয়ক সম্মেলন
স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় বেইজিংয়েই বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে যোগ দেবেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে জানানো হবে এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরা হবে।
গোলটেবিল আলোচনা ও ব্যবসায়িক মতবিনিময়
প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। আলোচনার বিষয়বস্তু:
1. টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ
2. বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সুযোগ
3. সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব
এছাড়া, তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), সামাজিক ব্যবসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রদূতের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও যোগ দেবেন মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের চীন সফরে রয়েছেন।