ভারতের উত্তরপ্রদেশের নয়ডা (Noida) শহরে এক অদ্ভুত ঘটনার ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। ভিডিওতে দেখা যায়, এক যুবক সিনেমার রোমান্টিক দৃশ্যের অনুকরণে বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন। তবে এই দৃশ্য যতটা ‘রোমান্টিক’, ঠিক ততটাই বিপজ্জনক—কারণ এতে ট্রাফিক আইনের একাধিক নিয়ম ভঙ্গ হয়েছে।
পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে আইন ভাঙার দায়ে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ হাজারের সমান। হেলমেট ছাড়া ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এভাবে মোটরবাইক চালানোর দায়েই মূলত এই ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV) শনিবার (২৩ আগস্ট) জানায়, ভিডিওটি ধারণ করা হয়েছিল নয়ডার একটি সড়কে। পুলিশ পরে এটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে, “রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল বানানোর চেষ্টা করেছিল। কিন্তু এবারের ক্লাইম্যাক্সে প্রেমের গান নয়, বরং ছিল মোটা অঙ্কের জরিমানা! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন—তাহলেই প্রেমের গল্প দীর্ঘ হবে।”
ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সমালোচনা করলেও, অনেকে মজা করতেও ছাড়েননি। একজন মন্তব্য করেন, “এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো জরিমানা কে দেবে—রোমিও, জুলিয়েট না তাদের বাবা-মা? যদি বাবা-মা দেন, তবে সম্পর্কের খবরও ফাঁস হয়ে যাবে!”
সবশেষে পুলিশের বার্তা ছিল স্পষ্ট: “বেপরোয়া প্রেম নয়, নিরাপদ প্রেমকে বাঁচিয়ে রাখুন।”