এনসিপির পদে ফিরলেন সারোয়ার তুষার, প্রত্যাহার হলো শোকজ নোটিশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens Party) তাদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার (Sarowar Tushar)-কে আবারও সংগঠনের সকল কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে পূর্বে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে তিনি লিখিত জবাব দাখিল করেছিলেন।

সংগঠন জানায়, একান্ত ব্যক্তিগত যোগাযোগ থেকে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। শোকজের ভিত্তিতে সারোয়ার তুষার টানা দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত ছিলেন। এ সময় তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান ব্যাখ্যা, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সব কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখেন।

দলীয় পর্যবেক্ষণ ও জমা দেওয়া লিখিত জবাব পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়, দুই মাসের জন্য কার্যক্রম থেকে বিরত থাকার শাস্তি কার্যকর হয়েছে। ফলে তাকে পুনরায় সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *