আওয়ামী লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র: পরিস্থিতি অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের নীলনকশা

আওয়ামী লীগ (Awami League)-এর পলাতক নেতারা দেশ-বিদেশে অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের নীলনকশা আঁকছেন বলে অভিযোগ উঠেছে। ভারত (India)সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা ইফতার পার্টির নামে গোপন বৈঠক করে চলেছেন। তাদের মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সরকারকে উৎখাত করা।

কলকাতায় গোপন বৈঠক

গত রোববার কলকাতা (Kolkata)র নিউটাউন প্লাজায় পলাতক আওয়ামী লীগ নেতারা ইফতার পার্টির নামে এক গোপন বৈঠকে মিলিত হন। আয়োজক ছিলেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (Alauddin Ahmed Chowdhury Nasim)। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal), আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক (Jahangir Kabir Nanak), যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম (AFM Bahauddin Nasim), যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট (Ismail Hossain Chowdhury Samrat)সহ শতাধিক নেতা।

সূত্র মতে, বৈঠকে অস্ত্র ও অর্থের কোনো অভাব হবে না বলে নেতাদের আশ্বস্ত করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “ড. ইউনূস সরকারকে যত দ্রুত উৎখাত করা যাবে, আওয়ামী লীগের ফিরে আসাটাও তত দ্রুত সহজ হবে।”

বিদেশেও সক্রিয় ষড়যন্ত্র

শুধু কলকাতা নয়, যুক্তরাজ্য (United Kingdom), কানাডা (Canada), বেলজিয়াম (Belgium), অস্ট্রেলিয়া (Australia)সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগ নেতারা একাধিক ইফতার ও বৈঠকের আয়োজন করেছেন। যুক্তরাজ্যে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান (Abdur Rahman) এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী (Khalid Mahmud Chowdhury)।

ভারতের নীরব সমর্থন?

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্বিঘ্নে ভারতে থাকার অনুমতি দিচ্ছে।

নাশকতার পরিকল্পনা?

সূত্রগুলো জানায়, আসন্ন ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারবিরোধী আন্দোলনের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকার উৎখাতের চক্রান্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *