অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মোশন পাস

বাংলাদেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সংসদে একটি প্রস্তাব (মোশন) পাস হয়েছে। দেশটির লেবার (Labor), লিবারেল (Liberal) ও গ্রিন পার্টির (Green Party) সংসদ সদস্যরা যৌথভাবে এই মোশন প্রস্তাব ও পাস করেন।

অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর এবং নির্বাচনী সততা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা

২৬ মার্চ বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সংসদ (Australian Parliament) এই আলোচনা করে। সংসদে লিখিত বক্তব্য দেন এবিগেইল বয়েড (Abigail Boyd)। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার ও সাম্যের প্রতীক।

বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল ২৩ মার্চ লাকেম্বা লাইব্রেরি হলে স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এবং এটি বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের জন্য একটি গর্বের উপলক্ষ বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সংসদে আরও বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-এর নেতৃত্বাধীন শাসনব্যবস্থা পতনের পর বাংলাদেশ গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দুর্নীতি, হুমকি ও অস্থিতিশীলতার মধ্যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠন এবং দুর্নীতির শিকড় ভেঙে ফেলা অত্যন্ত জরুরি। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়।

সংসদে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো। এ সময় বিএনপির (BNP) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ার বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক (Md. Rashedul Haque) বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *