অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন বিএনপি (BNP) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির সিনিয়র নেতারা ঢাকায় এবং নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ঢাকায় ঈদ করবেন এবং ঈদের দিন দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (Ziaur Rahman) মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান (Dr. Abdul Moyeen Khan) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (Professor Dr. AZM Zahid Hossain) লন্ডনে ঈদ উদযাপন করবেন। অন্যদিকে, আমির খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury) নিজ এলাকা চট্টগ্রামে ঈদ পালন করবেন।
এ বছর বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) লন্ডনে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman), পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর (Arafat Rahman Koko) স্ত্রী ও তিন নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন।
এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তিনি সেখানে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। তবে কারাবন্দি থাকার কারণে দীর্ঘদিন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাননি।