সৌদি আরব (Saudi Arabia) এ ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এই তথ্য নিশ্চিত করেছে দুই মসজিদভিত্তিক ইসলামিক প্ল্যাটফর্ম ‘ইনসাইড দ্য হারামাইন’-এর ফেসবুক পেজ। একইসঙ্গে গালফ নিউজ (Gulf News) সৌদি কর্তৃপক্ষের বরাতে খবরটি প্রকাশ করেছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh)ে সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। সে অনুযায়ী, বাংলাদেশে রমজান শুরু হয় একদিন পরে এবং ঈদও উদযাপিত হয় একদিন পর।
এই হিসেবে আগামীকাল বাংলাদেশে ২৯ রমজান পূর্ণ হবে। চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে সোমবার।