রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin) এবারের ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে নয়, বঙ্গভবনে আদায় করবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম (Baitul Mukarram) মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে, তবে রাষ্ট্রপতি নিজ বাসভবন বঙ্গভবনে নামাজ পড়বেন।
জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৩১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য, সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করলেও, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের পর তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।