কারাগারে ঈদ উদযাপন করতে যাচ্ছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেক ভিআইপি বন্দি। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব ডিভিশনপ্রাপ্ত বন্দিরা বিশেষ সুবিধা পাবেন। ঈদের দিনে তারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং স্বজনদের পাঠানো খাবার গ্রহণ করতে পারবেন।
বিশেষ নিরাপত্তার কারণে সাধারণত তাদের ফোনে কথা বলার সুযোগ থাকে না। তবে, ঈদ উপলক্ষে একবার ৫ মিনিটের জন্য ফোনে কথা বলার অনুমতি দেওয়া হবে। নির্ধারিত নাম্বার যাচাই-বাছাইয়ের পরই এ সুযোগ মিলবে।
ভিআইপি বন্দিদের তালিকা
কাশিমপুর কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন:
– সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (Zunaid Ahmed Palak)
– সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ (ASM Feroz)
– সাবেক সংসদ সদস্য হাজী সেলিম (Haji Selim)
– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন (Mostafa Jalal Mohiuddin)
– ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত (Tanvir Hasan Saikat)
এছাড়া, নারীদের ভবনে রয়েছেন:
– সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (Dr. Dipu Moni)
– সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি (Mahbub Ara Begum Gini)
ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন:
– সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (Amir Hossain Amu)
– সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (Hasanul Haq Inu)
– সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান (Salman F Rahman)
– সাবেক মেয়র আতিকুল ইসলাম (Atiqul Islam)
– সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (Shajahan Khan)
ঈদের দিনে ভিআইপি বন্দিদের জন্য বিশেষ খাবার
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, ঈদের দিনে সব বন্দির জন্য উন্নত খাবার পরিবেশন করা হবে। বিশেষত, ভিআইপি বন্দিদের জন্য থাকবে পায়েস, পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, মাছ, ডিমের কোরমা এবং মিষ্টান্ন।
নামাজ ও অন্যান্য সুবিধা
ভিআইপি বন্দিদের জন্য পৃথক সেলে ঈদের নামাজের ব্যবস্থা থাকবে, তবে সাধারণ কয়েদিদের সঙ্গে নামাজ পড়তে দেওয়া হবে না। নারীদের জন্য ঈদের নামাজের কোনো নির্দিষ্ট নির্দেশনা এখনো দেওয়া হয়নি।
সাধারণ বন্দিরাও ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে একবার দেখা করতে পারবেন এবং স্বজনদের দেওয়া খাবার গ্রহণের সুযোগ পাবেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি খাবার যাচাই করা হবে।