আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জি এম কাদেরের হুঁশিয়ারি

আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ধরনের জাতীয় নির্বাচন হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না—এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন জি এম কাদের (GM Quader)। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামিকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম। আজও একইভাবে বলছি—আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এর একদিন আগে, তার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার হওয়ায় বুধবার থেকেই দলীয় কর্মসূচিতে সক্রিয় হন তিনি।

সভায় বক্তব্যে জি এম কাদের অভিযোগ করেন, “আমার ও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিনও দেওয়া হচ্ছে না। একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে ১০ জন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে বর্তমান ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে, মামলা-হামলা করে, ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা সরকারের অন্যায় ও অপকর্মের বিরোধিতা করছি, জনগণের পক্ষে কথা বলছি—এ জন্য প্রাণের ঝুঁকি নিচ্ছি। কিন্তু জুলুম-নির্যাতনের ভয় আমাদের থামাতে পারবে না।”

সম্প্রতি, জাতীয় পার্টির আরেকটি অংশ নির্বাচন কমিশনে ‘লাঙ্গল’ প্রতীক চেয়ে আবেদন করেছে। এই প্রসঙ্গে জি এম কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের লাঙ্গল প্রতীক যদি অন্য কারও হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়, তবে আমরা রাজপথে নেমে আন্দোলন করব। যারা বাস্তবে ভূমিকা রাখছে, তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *