সিলেটের কোম্পানীগঞ্জ (Companiganj) উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে প্রকাশ্য পাথর লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টার্গেটে পড়েছে জাফলং। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকো চক্র সেখানে অবাধে পাথর তুলে নিয়ে যাচ্ছে। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও সুযোগ পেলেই তারা পাথর সরানোর চেষ্টা করছে।
জানা গেছে, জিরো পয়েন্ট এলাকা থেকে ইতোমধ্যেই বড় বড় পাথর সরিয়ে নেওয়া হয়েছে। এতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, স্থানীয় পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়েছে। পর্যটকদের অভিযোগ, এসব অবৈধ লুটপাটে পর্যটন কেন্দ্রের আকর্ষণ নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এভাবে চলতে থাকলে জাফলং শুধু নামেই পর্যটন কেন্দ্র থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাথর লুট ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। তবে বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যে। এরইমধ্যে সাদাপাথর এলাকায় পাথরের ভাণ্ডার শেষ হয়ে যাওয়ার পর প্রাকৃতিক দৃশ্য অনেকটাই মরুভূমিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) (Anti-Corruption Commission)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সরেজমিনে সাদাপাথর পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।