সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান (Gazi Ataur Rahman) সাংবাদিকদের এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছি সিইসিকে। নয়তো বিগত সিইসিদের মতো পরিণতি হবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের ভিত্তি অবশ্যই জুলাই সনদ হতে হবে, এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। কোনো অবস্থাতেই যেনতেন বা একতরফা ভোট গ্রহণ মেনে নেওয়া হবে না।
এদিন ইসলামী আন্দোলনের চার সদস্যের প্রতিনিধি দল সিইসির কাছে সাত দফা দাবি তুলে ধরে। গাজী আতাউর রহমান জানান, বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে সংখ্যানুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোট আয়োজন এখন গণদাবি। তার ভাষায়, “পিআর পদ্ধতিতে হলে যেকোনো সময় নির্বাচনে রাজি আমাদের দল, এমনকি ডিসেম্বরেও। তবে সবকিছু নির্ভর করবে নির্বাচনী পরিবেশের উপর।”
তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ দেওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে সনদটিকে প্রশ্নবিদ্ধ করেছেন। স্থানীয় নির্বাচনের আইন সংশোধন বা পরিবর্তনের কোনো উদ্যোগও নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস (Dr. Yunus) আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন এবং নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠান। এরপর থেকেই নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
এ ঘোষণায় বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও জামায়াত স্পষ্ট করেছে, পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। অপরদিকে, এনসিপি জানিয়েছে, গণঅভ্যুত্থান ও জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেই কেবল তারা নির্বাচনে যাবে।