সংঘর্ষের কারণ ও প্রাথমিক পরিস্থিতি
নাটোরের লালপুর (Lalpur) উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ (Awami League) ও বিএনপি (BNP) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে বিএনপির কর্মী সুজাতসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের পরিচয় ও চিকিৎসা
গুলিবিদ্ধ বিএনপি কর্মী রামকৃষ্ণপুর গ্রামের আরজেলের ছেলে সুজাত (২৭) অভিযোগ করেন, ঈদের নামাজের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দিলে বিরোধ বাধে, যা একপর্যায়ে গুলিবর্ষণে গড়ায়। সুজাত জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু গুলি চালালে তার পায়ে গুলি লাগে।
এ ঘটনায় আহত অন্যরা হলেন:
– ইয়াজউদ্দিন মন্ডল (৭৩) – আইয়ুব মন্ডলের ছেলে
– জিয়া (৪৫) – মৃত ইসাহাকের ছেলে
– মহসিন (২৮) – রায়েজের ছেলে
– ছাব্বির (২৪) – লোকমান মন্ডলের ছেলে
আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (Lalpur Upazila Health Complex)-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত সুজাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (Rajshahi Medical College Hospital)-এ পাঠানো হয়েছে।
অভিযুক্তদের আটক
এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন, জরিপের আলীর ছেলে দ্বীপ, খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু ও পলটনসহ মোট ৯ জনকে আটক করেছে।
প্রতিবাদ সভার ঘোষণা
এ ঘটনায় বিএনপি (BNP) প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৪টায় রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু।
বিএনপির প্রতিক্রিয়া
বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে বিএনপি ও সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার, জিয়াউর ও আলাউদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেছেন, সরকার দলীয় ক্যাডাররা ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, “স্বৈরাচারী হাসিনার দোসররা আবারো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
পুলিশের বক্তব্য
লালপুর থানার (Lalpur Police Station) অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।