আওয়ামী লীগ নিষিদ্ধের প্রয়োজন নেই, জনগণই তা করেছে – ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) বলেছেন, আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, কারণ জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে।
শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বান
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে (Baitul Mukarram National Mosque) আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি শহীদদের রক্তের সাথে বেইমানি না করার জন্য সজাগ থাকার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের সাথে কেউ যেন বিশ্বাসঘাতকতা করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
ঈদের নামাজ শেষে জামায়াত আমির বলেন, “ঈদের দিনেও অনেক মা-বাবার চোখের পানি ঝরছে। যাদের কারণে এই অবস্থা, তাদের কঠোর বিচার হতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর জনগণ এবার স্বস্তির সাথে ঈদ উদযাপন করতে পারছে। পাশাপাশি, জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।