শুল্কমুক্ত সুবিধায় আনা চারটি গাড়ি ফেরত
সাবেক চার সংসদ সদস্যের আনা বিলাসবহুল চারটি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে জাপানে। এই গাড়িগুলো তারা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন। সংশ্লিষ্ট সাবেক এমপিরা হলেন—মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম (Major General (Retd.) Syed Muhammad Ibrahim), সিদ্দিকুল আলম (Siddikul Alam), মুহাম্মদ জাকারিয়া (Muhammad Zakaria) এবং নাসিমা জামান ববি (Nasima Jaman Boby)।
নোটিশের পরও সাড়া মেলেনি, নিলামেও হয়নি বিক্রি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একাধিকবার নোটিশ পাঠালেও সংশ্লিষ্ট সাবেক এমপিরা কোনো সাড়া দেননি। এরপর কাস্টমস কর্তৃপক্ষ গাড়িগুলো নিলামে তোলে, কিন্তু তাতেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত এনবিআর সরবরাহকারী দেশ জাপানে এগুলো ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
এরই মধ্যে ১৮ ফেব্রুয়ারি সিদ্দিকুল আলম (Siddikul Alam) আনা প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি পানামা পতাকাবাহী লোটাস লিডার নামের জাহাজে করে জাপানে পাঠানো হয়েছে। বাকি দুটি গাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম (Major General (Retd.) Syed Muhammad Ibrahim) আনা ল্যান্ড ক্রুজার গাড়িটিও ফেরত পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এনবিআরের কড়াকড়ি ও শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার
এনবিআরের এই উদ্যোগ শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার রোধের অংশ হিসেবে দেখা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলো নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহারের কথা থাকলেও, অনেক সময় তা ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হয় এবং নিয়ম না মানার কারণে সমস্যা দেখা দেয়।