সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: কাদের গনি চৌধুরী

নির্বাচন বিলম্ব নয়, সংস্কার ও ভোট একসঙ্গে চলবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বিএনপির (BNP) কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী (Kader Gani Chowdhury) বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। তার মতে, সংস্কার ও নির্বাচন একইসঙ্গে চলতে হবে—একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না।

দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী আরও বলেন, “বিএনপি জনগণের দল। বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) ও তারেক রহমান (Tarique Rahman)-এর ওপর আল্লাহর সহানুভূতি রয়েছে। এত নির্যাতন সত্ত্বেও বিএনপি টিকে আছে। নতুন করে অনেকেই বিএনপিতে যোগ দিতে চান, তবে বিএনপিতে নতুন সদস্যের প্রয়োজন নেই। কেউ দলে ঢুকে নেতা হয়ে চাঁদাবাজি করতে পারবে না।

নেতাকর্মীদের সতর্কবার্তা

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যাদের কর্মকাণ্ডের কারণে বিএনপির বদনাম হয়, তাদের দায় দল নেবে না। এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করার সুযোগ পাবে না।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • আব্দুল মাবুদ মুন্সি
  • ইদ্রিস মিয়া ইলিয়াস
  • নুরুল ইসলাম
  • আবুল কালাম রুবেল
  • উপজেলা যুবদলের আহ্বায়ক মোরশেদ হাজারী
  • নাজিম উদ্দিন
  • নুরুল আবসার
  • ইকবাল হোসেন
  • ওসমান তাহের সম্রাট
  • ওমর ফারুক ডিউক
  • আমিন তালুকদার
  • খোরশেদুল আলম
  • মুহাম্মদ হোসেন

অনুষ্ঠানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *