বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য (Debapriya Bhattacharya) বলেছেন, ‘নয়াদিল্লির মনে রাখা উচিত তাদের দেশে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়ছে।’সম্প্রতি ভারতের ম্যাগাজিন ফ্রন্টলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বিশ্লেষণের একাধিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ (Awami League) কে সমর্থন করেছে। ফলে অনেক ক্ষেত্রে সংখ্যালঘুদের ওপর হামলার কারণ ধর্মীয় না রাজনৈতিক, তা পৃথক করা কঠিন।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা মূল্যায়ন করেই দেশটির উচিত বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মন্তব্য করা। কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা যেমন ভারতে সংখ্যাগরিষ্ঠ, তেমনি ভারতের সংখ্যালঘুরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ।
নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, তিনি দুইবার ভারতে শরণার্থী হতে বাধ্য হয়েছিলেন—একবার ১৯৬৪-৬৭ সালে এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। তবে তিনি বাংলাদেশেই ফিরে এসে জীবন গড়েছেন এবং দেশকে এগিয়ে নিতে নিজের ভূমিকা রেখেছেন।
বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ প্রতিষ্ঠার সুপারিশের বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখনো আলোচনাধীন, তাই এ নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো যৌক্তিক নয়।