নাটোরে সংঘর্ষপূর্ব ঘটনার জেরে মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, তদন্তে পুলিশ

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান

নাটোরের লালপুর (Lalpur) উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে ভেসে উঠেছে রাজনৈতিক স্লোগান। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় মসজিদের ওই বোর্ডে প্রদর্শিত হয়—‘বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ঈদের দিন সংঘর্ষের পরবর্তী ধাপ

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, ঈদের দিন নামাজ শেষে ওই একই গ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ (Awami League) ও বিএনপি (BNP) সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত দুজন গুরুতর আহত হন।

ওই ঘটনার জেরে লালপুর থানা (Lalpur Thana) সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলায় আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মসজিদ কমিটির প্রতিক্রিয়া

ঘটনার তিন দিন পর আবারও আলোচনায় আসে গ্রামটি, যখন একই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে আবার ভেসে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। এতে এলাকাবাসীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, কীভাবে সাইনবোর্ডে এমন লেখা এল, তা তিনি বুঝতে পারছেন না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বোর্ডটি খুলে ফেলা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশের অবস্থান

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *