লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-র পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (AZM Zahid Hossain)। তিনি জানান, লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগামী চার দিন ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

চারদিনের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা

অধ্যাপক জাহিদ বলেন, “আজ বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী চারদিন ধরে উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় এসে তাকে পরীক্ষা করবেন।” তিনি আরও জানান, কিছু পরীক্ষার জন্য লন্ডন ক্লিনিক (London Clinic)-এ তাকে নিয়ে যাওয়া হতে পারে।

দেশে ফেরার বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষা

খালেদা জিয়ার দেশে ফেরার সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “চিকিৎসকরা যেসব পরীক্ষা করার কথা বলেছেন, সেগুলোর রিপোর্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ ম্যাডামকে দেশে ফেরার উপযোগী মনে করছেন।”

শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি

অধ্যাপক জাহিদ জানান, “আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন।”

তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়া

খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ডেভনশায়ার প্লেসে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর বাসায় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্টিক কেনেডি (Patrick Kennedy) ও অধ্যাপক জেনিফার ক্রস (Jennifer Cross)।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা

গত ৮ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর (Heathrow Airport) থেকে তাকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ১৭ দিন ভর্তি থাকার পর শর্তসাপেক্ষে তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

পার্কে হুইলচেয়ারে ঘোরার ভিডিও

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া হুইলচেয়ারে পার্কে ঘুরছেন। এ বিষয়ে অধ্যাপক জাহিদ জানান, “গতকাল (মঙ্গলবার) আবহাওয়া ভালো ছিল, তাই গাড়ি থেকে নামিয়ে তাকে কিছুক্ষণ পার্কে ঘোরানো হয়েছিল।”

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন

এবার খালেদা জিয়া লন্ডনে তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। এটি ছিল তার তৃতীয়বার লন্ডনে ঈদ উদযাপন এবং ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলের বাসায় ঈদ পালন।

এর আগে ২০১৭ সালে তিনি ঈদুল আজহা উদযাপন করেছিলেন লন্ডনে। আরও আগে, ২০১৫ সালে এক-এগারোর পরে প্রথমবারের মতো লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *