ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী সেপ্টেম্বর মাসে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন সঞ্জয় রাউত (Sanjay Raut), শিবসেনা (ইউবিটি) (Shiv Sena (UBT)) দলের জ্যেষ্ঠ নেতা। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নিজের উত্তরসূরি নির্বাচন সংক্রান্ত আলোচনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং সেই ব্যক্তি হবেন মহারাষ্ট্র (Maharashtra) রাজ্য থেকে।
মোদির আরএসএস সদর দপ্তর সফর নিয়ে প্রশ্ন
রোববার (৩০ মার্চ) নাগপুর (Nagpur) শহরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh – RSS) এর সদর দপ্তর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী মোদি। এই সফরের পেছনে অবসর পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলেই মত রাউতের। তিনি বলেন, “মোদি গত ১০-১১ বছর ধরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি মোহন ভাগবতকে ‘টাটা, বাই বাই’ বলার জন্য গিয়েছেন।”
রাউতের মন্তব্য ও মিডিয়া কাভারেজ
মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সঞ্জয় রাউত বলেন, “তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। আমি যা বুঝতে পারছি, আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। মোদির সময় শেষ। সংঘ পরবর্তী বিজেপি প্রধান নির্বাচন করতে চায় এবং সেই ব্যক্তি হবেন মহারাষ্ট্র থেকে।”
রাউতের এই বক্তব্য ইতোমধ্যে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের বিভিন্ন প্রধান সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে।
বিজেপির প্রতিক্রিয়া
রাউতের বক্তব্যকে খণ্ডন করেছেন দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি আরও বহু বছর দেশকে নেতৃত্ব দিতে থাকবেন। রাউতের মন্তব্য ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”