ওয়াশিংটনে ছোট্ট পরিসরে ঈদ উদযাপন করলেন সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী (Mushfiqul Fazal Ansarey)। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) আয়োজিত এই ঈদ রিসিপশনে কূটনীতিক, সাংবাদিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলা বসে।
ঘরোয়া পরিবেশে ঈদ রিসিপশন
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী জানান, ওয়াশিংটনে ফিরে তিনি সীমিত পরিসরে ঈদ রিসিপশনের আয়োজন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তার স্ত্রী তামান্না তাহসিন অ্যানি।
তিনি বলেন, “ছোট পরিসরের এই আয়োজনে একটি সামান্য আনুষ্ঠানিকতাও হয়ে গেল।”
অংশগ্রহণ করেন কূটনীতিক ও প্রভাবশালী ব্যক্তিরা
ঈদ রিসিপশনে অংশগ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টের মেক্সিকো ও কানাডাবিষয়ক নবনিযুক্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ডানহোম (Kathryn Dunham), সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর ড্যান মোজেনা (Ambassador Dan Mozena), বর্তমান রাষ্ট্রদূত পিটার হাস (Peter Haas), সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক (Osman Siddique), এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম (Asad Alam Siam)।
এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ বিষয়ক ডেস্ক প্রধান সারা আলডরিচ (Sara Aldrich), ইউরোপ ডেস্ক প্রধান লিকা জনস্টন (Lika Johnston), রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক জন ড্যানিলোয়িচ (John Danilowicz), যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের প্রতিনিধি রুহানা, এবং ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ম্যাট বেই (Matt Bai)।
মিলনমেলার এক সন্ধ্যা
মুশফিকুল ফজল আনসারী বলেন, “প্রিয় স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে একটি চমৎকার সন্ধ্যা উপভোগ করেছি। ঈদের এই আনন্দঘন পরিবেশে সকলের উপস্থিতি আমার জন্য অনুপ্রেরণার।”