মুখে নির্বাচনের বিরোধিতা করলেও, ঈদে ভোটের মাঠে এনসিপি নেতাদের ব্যাপক নির্বাচনী তৎপরতা

মুখে নির্বাচনের বিরোধিতা, বিচারের আগে নির্বাচন না, গণপরিষদ নর্বাচন, স্থানীয় নির্বাচনের মতো নানা আলোচনা থেকে আনলেও , ঈদে ভোটের মাঠে এনসিপি নেতাদের ব্যাপক নির্বাচনী তৎপরতা দেখা গেছে। দলটির অধিকাংশ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে যান আর এ সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা ও জনসংযোগ সারছেন এনসিপি নেতারা। কিছু নেতার শোডাউন নিয়ে ব্যাপক সমালোচনাও তৈরি হয়েছে। কারও কারও পথসভায় হামলার ঘটনাও ঘটেছে। এসব বিষয় মাথায় রেখে দলের ইমেজ ঠিক রাখতে কিছু নির্দেশনাও দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) সূত্র জানায়, প্রত্যেক নেতার সংসদীয় আসনে জনসংযোগ বাড়ানো, শ্রমিক, দিনমজুরদের মনের কথা শোনা, তারুণ্যকে টার্গেট করে ভোটব্যাংক বাড়ানো, এলাকায় গ্রহণযোগ্যতা বাড়াতে হেঁটে কর্মসূচি পালন, বাড়ি বাড়ি গিয়ে দেখা করা, কথা বলার মতো কার্যক্রম চালাতে বলা হয়। প্রার্থী হতে ইচ্ছুক নেতারা তেমন নির্বাচনী প্রচারণা চলান। বেশ কিছু এলাকায় তাদের নির্বাচনী পোস্টের ছিল চোখে পড়ার মতো।

গণসংযোগ ও ইফতার আয়োজন

ঈদ উপলক্ষে শতাধিক কেন্দ্রীয় নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। রংপুর-৪ আসনে নির্বাচন করতে পারেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যিনি শতাধিক ভ্যান নিয়ে এলাকায় গণসংযোগ করেছেন। কুমিল্লা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, চাঁদপুর-৫ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা এলাকায় ইফতার ও সভার আয়োজন করেছেন।

নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক বিস্তার

দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ব্যানার-ফেস্টুন ব্যবহারের পরিবর্তে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন (Arifur Rahman Tuhin) জানান, তৃণমূল পর্যায়ে জনগণের সমস্যাগুলো শোনা ও সমাধানের প্রতিশ্রুতি দেওয়াই তাদের মূল লক্ষ্য।

ঢাকাতেও এনসিপির তৎপরতা

রাজধানীতেও এনসিপির নেতারা সক্রিয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) ঢাকা-১১ আসনে প্রচারণা চালাচ্ছেন। মিরপুরের প্রায় সব ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া ঢাকা-১৩ আসনে আকরাম হোসাইন, ঢাকা-১৭ আসনে তাসনিম জারা (Tasnim Zara) প্রচারণায় অংশ নিয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের মতে, সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *