ময়মনসিংহে চাঁদার দাবিতে ৫০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ

চাঁদা না দেওয়ায় ৫০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা (Mymensingh) উপজেলায় এক কলাচাষির ৫০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় সাবেক ইউপি সদস্য চাঁদার টাকা না পেয়ে তার বাগানে এই তাণ্ডব চালিয়েছে।

ঘটনাস্থলে যা দেখা গেল

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বিজয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন (Ismail Hossain), যিনি ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদকর্মীরা তার বাগান পরিদর্শন করে দেখেন, সারি সারি কলাগাছ কেটে ফেলা হয়েছে। শুধু গোড়া পড়ে আছে, আর অনেক গাছের কাঁচা কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। কিছু দাঁড়িয়ে থাকা গাছেও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

চাঁদার দাবির অভিযোগ

বাগানের মালিক ইসমাইল হোসেন বলেন, “আমি ১৭ বিঘা জমিতে কলা চাষ করেছি। মোট ৩,০০০ গাছ ছিল, যার মধ্যে ৫০০টি কেটে ফেলা হয়েছে। সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বার (Dulal Member) ও তার ছেলেরা এই কাণ্ড ঘটিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “কিছুদিন আগে দুলাল মেম্বার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ক্ষতির হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে শুনতে পাই, সে তার লোকজন নিয়ে বাগানে হামলা চালিয়েছে।”

তিনি বলেন, “আমি বাধা দিতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি কয়েক দিনের মধ্যে কলা বিক্রি শুরু করতে চেয়েছিলাম। ছয় থেকে সাত লাখ টাকা আয় হতো। এখন জানি না কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবো।”

অভিযুক্তের বক্তব্য

অভিযোগ অস্বীকার করে দুলাল মেম্বার বলেন, “আমরা কারও বাগান নষ্ট করিনি। ওয়ারিশসূত্রে জমিটি আমাদের। সেখানে হলুদ লাগানোর প্রস্তুতি নিচ্ছি।”

পুলিশের তদন্ত শুরু

মুক্তাগাছা থানার (Muktagaacha Thana) ওসি মোহাম্মদ কামাল হোসেন (Mohammad Kamal Hossain) জানান, **”কৃষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *