বড় চ্যালেঞ্জ হলেও আমাদের লক্ষ্য ৩০০ আসনের জন্য লড়াই করা : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam) বলেছেন, “বৈষম্য, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না—শেখ হাসিনা (Sheikh Hasina) তার বড় উদাহরণ।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৩০০ আসনের জন্য লড়াই করা। এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও আমরা প্রস্তুত।”

এপ্রিলেই শুরু হচ্ছে সাংগঠনিক কার্যক্রম

সারজিস আলম জানান, এপ্রিল মাসেই জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির কমিটিগুলো গঠিত হবে। ঈদের পর থেকেই দলের সাংগঠনিক টিম উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ৩২টি জেলায় সরাসরি কাজ শুরু করবে। মূল লক্ষ্য থাকবে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা

তিনি আরও বলেন, “এতদিন রাজনীতি ছিল টাকার বিনিময়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে ভোট কারচুপি করে সংসদে যাওয়ার হাতিয়ার। কিন্তু আমরা চাই জনগণের রায়ের ভিত্তিতে নির্বাচনে যেতে। আমরা চাই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, আর সেই ভোটের মাধ্যমেই আমরা সংসদে পৌঁছাই।”

জনসংযোগ ও গণমানুষের রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির নেতারা মাঠপর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি কাজ করতে চান। সারজিস আলম বলেন, “আমরা অলিতে-গলিতে গিয়ে জনগণের মুখোমুখি হবো। আমাদের স্বপ্ন ও পরিকল্পনা তাদের সামনে তুলে ধরবো। কারণ এই দেশ গড়া হয়েছে রক্ত ও ত্যাগের বিনিময়ে। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা গণমানুষের রাজনীতি ফিরিয়ে আনতে চাই।”

দলটি মনে করে, রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। এই লক্ষ্যে তারা এখন থেকেই মাঠে সক্রিয় হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *