চট্টগ্রামে হেফাজত আমিরের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী (Allama Shah Muhibullah Babunagari)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে চট্টগ্রামের ফটিকছড়ি (Fatikchhari) উপজেলার বাবুনগর মাদ্রাসায়।
উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা
এই বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী (Lion Aslam Chowdhury) এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর (Sarwar Alamgir)–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরী এবং ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
রাজনৈতিক বিষয়েও আলোচনা
বৈঠক শেষে সরওয়ার আলমগীর জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যেই এই সাক্ষাৎ হলেও সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, “হেফাজতের সঙ্গে জামায়াতের ঐক্য গঠনের যে গুঞ্জন রয়েছে, হেফাজতের আমির তা নাকচ করে দিয়েছেন। বরং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, হেফাজত বাংলাদেশের জোট হবে বিএনপির সঙ্গেই।”
তারেক রহমানের জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা
বৈঠকে আরও জানানো হয়, হেফাজতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর দ্রুত দেশে প্রত্যাবর্তন এবং জাতির নেতৃত্ব গ্রহণের জন্য দোয়া করেছেন। সেইসঙ্গে দেশে দ্রুত নির্বাচন আয়োজন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।