ফোর্বসের ২০২৫ সালের তালিকা থেকে বাদ
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা ‘ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস লিস্ট ২০২৫’ থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান (Aziz Khan)। বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করায় তিনি আর বাংলাদেশের বিলিয়নেয়ার হিসেবে তালিকাভুক্ত নন।
আগেরবারের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার। তবে এবার তাঁর নাম নেই, কারণ তিনি বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এবং দেশটি দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে না।
নতুন তালিকায় প্রাধান্য যুক্তরাষ্ট্রের
প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নেয়ার রয়েছেন। যুক্তরাষ্ট্র এবারও একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।
তালিকার শীর্ষস্থান দখল করেছেন ইলন মাস্ক (Elon Musk), যিনি টেসলা ও এক্স-এর মালিক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার।
দ্বিতীয় স্থানে রয়েছেন মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg), যাঁর সম্পদ ২১৬ বিলিয়ন ডলার। এরপর আছেন জেফ বেজোস (Jeff Bezos) (২১৫ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (Larry Ellison) (১৯২ বিলিয়ন ডলার), এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) ও তাঁর পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।
তালিকায় অন্য দেশগুলোর অবস্থান
এই বছর বিলিয়নেয়ার তালিকায় যুক্ত হয়েছে তিনটি নতুন দেশ—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব। সৌদি আরব থেকে তালিকায় যুক্ত হয়েছেন ১৪ জন নতুন বিলিয়নেয়ার। তাঁদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ (Prince Alwaleed Bin Talal Al Saud), যাঁর মোট সম্পদ ১৬.৫ বিলিয়ন ডলার।
এছাড়া তালিকায় রয়েছেন সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (Goh Cheng Liang), যাঁর সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের আধিপত্য
২০২৫ সালের তালিকার ৫০ জন শীর্ষ ধনীর মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অর্থাৎ বিশ্বের বিলিয়নেয়ারদের বৃহৎ অংশই এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।