বিএনপি নেতাদের সঙ্গে হেফাজতের শীর্ষ নেতাদের বৈঠক
হেফাজতে ইসলাম (Hefazat-e-Islam) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর গুলশান (Gulshan) এলাকায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা
বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে এই বৈঠকে মির্জা ফখরুলের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
হেফাজতের প্রতিনিধি দলে ছিলেন কে কে?
হেফাজতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান (Maulana Sajedur Rahman)। এছাড়াও উপস্থিত ছিলেন ড. আহমদ আবদুল কাদের (Dr. Ahmad Abdul Kader), মাওলানা মাহফুজুল হক (Maulana Mahfuzul Haque), মাওলানা মহিউদ্দিন রব্বানী (Maulana Mahiuddin Rabbani), মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (Maulana Bahauddin Zakaria), মাওলানা জুনাইদ আল হাবিব (Maulana Junayed Al Habib), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী (Maulana Azizul Haque Islamabadi), এবং মুফতি মনির হোসাইন কাসেমী (Mufti Monir Hossain Kasemi)।