বাংলাদেশ সহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

হজ মৌসুমে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব (Saudi Arabia)। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan), ভারত (India), মিসর (Egypt), ইন্দোনেশিয়া (Indonesia), ইরাক (Iraq), নাইজেরিয়া (Nigeria), জর্ডান (Jordan), আলজেরিয়া (Algeria), সুদান (Sudan), ইথিওপিয়া (Ethiopia), তিউনিসিয়া (Tunisia) ও ইয়েমেন (Yemen)।

সূত্রের বরাতে জিও নিউজ জানায়, এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। এই ভিসা সীমাবদ্ধতা জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রবেশের সময়সীমা ও নির্দেশনা

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে যারা এই সময়সীমার বাইরে প্রবেশের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশেষ করে পাকিস্তান (Pakistan) সরকারের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গেছে। পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

সূত্র জানায়, সাময়িক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অবস্থানকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি আইন অমান্যকারীদের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপেরও সম্ভাবনা রয়েছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, দীর্ঘমেয়াদী ভিসায় সৌদি আরবে প্রবেশ করে কেউ কেউ হজ পালন করেন, যা অনুমতি ছাড়া করা নিষিদ্ধ। অনেকে আবার ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরে না গিয়ে অবৈধভাবে অবস্থান করেন। এর ফলে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়, যা ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটায়। এসব কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *