তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে মিলেছে সরকারবিরোধী তথ্য: পুলিশ

সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (International Crimes Tribunal) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ (Turin Afroz) কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা (Uttara West Police Station) পুলিশ। তার মোবাইল ফোন ও ল্যাপটপ তল্লাশি করে সরকারবিরোধী তথ্য ও পরিকল্পনার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারবিরোধী প্রচারণা ও গুলিবিদ্ধ করার মামলা

সোমবার (৭ এপ্রিল) রাতে তুরিন আফরোজকে গ্রেফতারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উত্তরা বিভাগের (Uttara Division) উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম (Md. Mahidul Islam)। তিনি জানান, উত্তরায় আব্দুল জব্বার (Abdul Jabbar) নামের এক ২১ বছর বয়সী ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে।

মামলার ভিত্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। এগুলো পরীক্ষা করে দেখা যায়, তার ফেসবুক অ্যাকাউন্টে সরকারবিরোধী প্রচারণার নানা তথ্য রয়েছে।

আইনগত ব্যবস্থা ও রিমান্ড আবেদন

সরকারবিরোধী প্রচারণা বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি মহিদুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

তুরিন আফরোজের বাসায় অভিযান চলাকালে কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতার অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপট

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টা থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তুরিন আফরোজের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, তুরিন আফরোজ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের (Awami League) মনোনয়ন চেয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *