ভাইরাল হওয়া ছবি ঘিরে বিতর্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ও বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)–এর করমর্দনের একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন ও বিতর্ক।
‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’-এর অনুসন্ধানে প্রকাশিত সত্য
তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ (Rumor Scanner Bangladesh)-এর তদন্তে উঠে এসেছে, ছবিটি সম্পূর্ণভাবে এডিটেড।
তাদের অনুসন্ধান অনুযায়ী, ভাইরাল হওয়া ছবিটির আসল সংস্করণ ২০২৩ সালে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা (Marcelo Rebelo de Sousa) ও ড. ইউনূসের করমর্দনের একটি মুহূর্ত। সেই ছবিতে সফটওয়্যারের মাধ্যমে সুজার মুখমণ্ডলের স্থানে নেতানিয়াহুর মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
বিভ্রান্তি ও উদ্দেশ্যমূলক প্রচার
ছবিটির এইরকম বিকৃত উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এটি উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন বার্তা ছড়াতে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সতর্ক থাকার আহ্বান
রিউমর স্ক্যানার বাংলাদেশ সকল সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা পরামর্শ দিয়েছে, তথ্য যাচাইয়ের পরই তা শেয়ার করা উচিত।