“আমিও বৈষম্যের শিকার” – এমন দাবি করে বিচার চাইলেন ব্যারিস্টার সুমন

সাবেক এমপি ব্যারিস্টার সুমনের অভিযোগ

বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যারিস্টার সুমন (Syed Sayedul Haque Sumon)। সোমবার (৭ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ (Habiganj) এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় তিনি বলেন, ‘সাবের হোসেন চৌধুরী (Saber Hossain Chowdhury)–এর বিরুদ্ধে হত্যা মামলা আছে, তবুও তিনি জামিন পেয়েছেন। অথচ আমার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই, তবুও আমি জামিন পাই না। আমি বৈষম্যের শিকার। আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি।’

আইনের প্রতি শ্রদ্ধা ও সামাজিক শান্তির আহ্বান

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘সব মানুষ যেন ভালো আচরণ করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে, এটাই আমার চাওয়া।’ পাশাপাশি তিনি নিজের এলাকার ফুটবলের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের এলাকার ফুটবল যেন নষ্ট না হয়।’

আদালতের আদেশ

এইদিন শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম (Kamrul Islam) ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত চত্বর ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের সামনে উপরোক্ত মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *