লুটপাটকারীদের ঘৃণ্য কর্মকাণ্ডের সমালোচনা করলেন শামসুজ্জামান দুদু
বিএনপির (BNP) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু (Shamsuzzaman Dudu) বলেছেন, “বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আড়ালে কিছু দুষ্কৃতিকারী কেএফসি ও বাটাসহ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে হামলা চালিয়ে লুটপাট করেছে। এটা একটি ঘৃণ্য এবং মানবতা বিরোধী কাজ। তারা জাতীয় গৌরব ও মুক্তিযুদ্ধের আদর্শকে কলঙ্কিত করেছে।”
জাতীয় প্রেসক্লাবের নাগরিক সমাবেশে বক্তব্য
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব (National Press Club)-এর সামনে গাজা (Gaza)-তে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গতকাল সারা বিশ্ব এই বর্বরতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছে। বাংলাদেশও সেই ঘৃণার অংশীদার হয়েছে। তবে এই প্রতিবাদের মধ্যে যেসব দুষ্কৃতিকারী লুটপাট চালিয়েছে, তারা মানবতা লঙ্ঘন করেছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”
ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
শামসুজ্জামান দুদু বলেন, “এই লুটপাটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এরা দখলদার, মানবতা শত্রু। সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তবে দুঃখ হয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশদের থেকে আমরা কার্যকর ভূমিকা প্রত্যাশা করি, তারা বরং নীরব থেকেছে।”
ইসলামী ঐক্যের প্রয়োজনে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান
তিনি আরও বলেন, “আমাদের উচিত মানবতার পক্ষে অবস্থান নেওয়া। ইসলামের অতীত লড়াই ও ইতিহাসকে ধারণ করে আমাদের এখন মানবতার পক্ষে দাঁড়াতে হবে। এই মানবতা যদি রক্ষা না করতে পারি, তাহলে ইসলাম এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাও প্রশ্নের মুখে পড়বে।”