স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে
আজ বুধবার (৯ এপ্রিল) থেকে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক (Starlink) বাংলাদেশে পরীক্ষামূলকভাবে তাদের সেবা চালু করছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল (Hotel Intercontinental)-এ আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর তৃতীয় দিনে এই সেবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।
সম্মেলনে সরাসরি সম্প্রচার
সম্মেলনে অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে আয়োজিত কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং এই ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই পুরো সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
স্টারলিংকের অনুমোদন ও লাইসেন্স
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (Bangladesh Investment Development Authority – BIDA) থেকে স্টারলিংক বিনিয়োগের নিবন্ধন পেয়েছে ২৯ মার্চ। তবে দেশব্যাপী ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংককে বিটিআরসি (BTRC)-র কাছ থেকে পৃথক লাইসেন্স নিতে হবে।
গত ৬ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ (Chowdhury Ashiq Mahmood) জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রতিশ্রুতির ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ বাংলাদেশ
চলতি বছর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ভুটানে স্টারলিংক বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে। এবার সেই পথ ধরে বাংলাদেশে শুরু হচ্ছে এই পরীক্ষামূলক সংযোগ।