ফের হত্যা মামলায় গ্রেফতার শমী কায়সার

হত্যাচেষ্টা মামলার ধারাবাহিকতায় গ্রেপ্তার আদেশ

রাজধানী ঢাকা (Dhaka) মহানগরের উত্তরা পূর্ব থানা (Uttara East Police Station) এলাকায় দায়ের করা একটি হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার (Shomi Kaiser) কে গ্রেপ্তার হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার সিএমএম আদালত (CMM Court, Dhaka) এই আদেশ দেন।

পূর্বের জামিন আদেশ ও হাইকোর্টের রুল

এর আগে ১২ মার্চ একই থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় শমী কায়সার জামিন পান। সে সময় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান (Abu Taher Md. Saifur Rahman) ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন প্রশ্নে জারি করা রুলকে ‘অ্যাবসলিউট’ ঘোষণা করেন।

আইনজীবীদের উপস্থিতি ও শুনানি

শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

আটকের পটভূমি ও জামিন আবেদন

২০২৩ সালের ৫ নভেম্বর রাতের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন শমী। সেই আবেদন শুনে ১০ ডিসেম্বর হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

তবে রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করে। এরপর ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠায়। পরে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করে দেয়।

রায়ের ধারাবাহিকতায় গ্রেপ্তার আদেশ

এই ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে আদালত রায় ঘোষণা করে এবং তাকে গ্রেপ্তার হিসেবে দেখানোর আদেশ দেন।

ই-ক্যাব থেকে পদত্যাগ

গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) (E-Commerce Association of Bangladesh – e-CAB) এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

পারিবারিক পরিচিতি

১৯৭০ সালে জন্মগ্রহণকারী শমী কায়সার বাংলাদেশের একজন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার বাবা শহীদুল্লাহ কায়সার এবং মা পান্না কায়সার – যিনি একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। শমী কায়সার সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রীর বোন মায়া পান্নার ভাগ্নি। সে হিসেবে রাজনীতিক মাহি বি চৌধুরীর সঙ্গে তার খালাতো ভাই-বোন সম্পর্ক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *