গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির দেশব্যাপী র‌্যালি

গাজায় হামলার প্রতিবাদে বিএনপির সংহতি কর্মসূচি

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশব্যাপী র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি (BNP)।

ঢাকায় কেন্দ্রীয় র‌্যালির সূচি

ঢাকা (Dhaka) মহানগরে প্রধান র‌্যালিটি শুরু হবে বিকেল ৪টায় নয়াপল্টন (Naya Paltan) এলাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর এই র‌্যালি অগ্রসর হবে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

সারাদেশে একই কর্মসূচি

রাজধানীর পাশাপাশি দেশের সব মহানগরে একই রকম র‌্যালির কর্মসূচি পালন করবে বিএনপি (BNP)। এই কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা

এই কর্মসূচির বিষয়ে গতকাল বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপি। এতে দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (Taiful Islam Tipu) স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই র‌্যালির মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতা প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *