ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) সহ পলাতক ১০ আওয়ামীলীগ নেতার নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে।

আইজিপির মাধ্যমে আবেদন প্রেরণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এ আবেদন পাঠানো হয় পুলিশের মহাপরিদর্শকের (Inspector General of Police) মাধ্যমে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম (Mohammad Tazul Islam)।

যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে

রেড নোটিশের আবেদনে যেসব নেতাদের নাম রয়েছে, তারা হলেন:

  • ওবায়দুল কাদের (Obaidul Quader)
  • আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal)
  • একে এম মোজাম্মেল হক (AKM Mozammel Haque)
  • হাছান মাহমুদ (Hasan Mahmud)
  • জাহাঙ্গীর কবির নানক (Jahangir Kabir Nanak)
  • ফজলে নূর তাপস (Fazle Noor Taposh)
  • মহিবুল হাসান নওফেল (Mohibul Hasan Chowdhury Nowfel)
  • নসরুল হামিদ বিপু (Nasrul Hamid Bipu)
  • আলী আরাফাত (Ali Arafat)
  • তারেক আহমেদ সিদ্দিকী (Tarek Ahmed Siddiqui)

পটভূমি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও তাঁর দলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *