শান্তিগঞ্জে থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের সাধারণ মানুষ চায় বর্তমান সরকার যেন আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (General Jahangir Alam Chowdhury)। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ (Sunamganj) জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইন-শৃঙ্খলার উন্নতি ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি
তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে কিছুদিন আগে আমাদের থানাগুলোর অনেক হাতিয়ার হারিয়ে যায়, যা উদ্ধারে কাজ চলছে। এগুলো উদ্ধার হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।”
অপরাধী প্রত্যাবাসনে ভারতের সঙ্গে চুক্তির কথা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে ফেরত আনার চেষ্টাও চলবে।”
পতিত জমি চাষে ৫০০ কোটি টাকার প্রকল্প
হাওর (Haor) অঞ্চলের কৃষির উন্নয়ন সম্পর্কেও তিনি বক্তব্য দেন। তিনি বলেন, “হাওরসহ সারা দেশে অনেক পতিত জমি রয়েছে। এসব জমিকে চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।” তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে পতিত জমি চাষে ব্যবহার করা হবে, যা কৃষি খাতে বড় অগ্রগতি বয়ে আনবে।
ধানকাটা কর্মসূচির উদ্বোধন
থানা পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী (Khan Md. Reza Un Nabi), সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান (DIG Mushfequr Rahman), সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া (Dr. Mohammad Elias Mia) প্রমুখ।