এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি
বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানিয়েছেন, দলটি সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি।
এই পরিকল্পনার আওতায় জনগণের উপর করের চাপ কমিয়ে, কর সংগ্রহের কার্যকর ও জনবান্ধব পদ্ধতির কথাও ভাবছে দলটি।
বিনিয়োগ সম্মেলনে বিএনপির রূপরেখা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (Bangladesh Investment Development Authority – BIDA)-এর উদ্যোগে আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ বিএনপি তাদের এই পরিকল্পনাগুলোর কথা জানায়। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান মির্জা ফখরুল।
‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামের সেই পোস্টে তিনি বলেন, জিডিপির ০.৪৫ শতাংশ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) বাড়ানোর লক্ষ্য নিয়েছে বিএনপি।
বিদেশি বিনিয়োগে গতি আনতে ১১টি প্রস্তাব
বিএনপির পরিকল্পনায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে আটটি প্রস্তাব তুলে ধরেন মির্জা ফখরুল। সেগুলো হলো:
- বিডাকে আরও কার্যকরী করা
- ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়মের আধুনিকীকরণ
- ২৪x৭ সেবা চালু করা
- স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের সুযোগ
- স্থানীয় দক্ষ জনশক্তির ব্যবস্থা
- বিনিয়োগকারীদের নিরাপত্তায় আইন প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়ন
- মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
- বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণে প্রশিক্ষণ ও প্রণোদনা ব্যবস্থা
মানবসম্পদ উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা
বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বাড়াতে চায়।
তারেক রহমানের শুভেচ্ছাবার্তা
তারেক রহমান (Tarique Rahman), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিনিয়োগ সম্মেলন উপলক্ষে একটি শুভেচ্ছাবার্তা প্রদান করেন। তিনি বলেন,
- “ঐক্যই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান”
- “এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) আইন করেছিলেন”
- “দেশনেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-র সরকারগুলো বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করেছিল”
তিনি অতীতের সফলতা ধরে রেখে নতুন করে বৈদেশিক বিনিয়োগে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।