নিজের ও স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সেখান থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেছেন তিনি।
স্ত্রীর চিকিৎসার আপডেট জানালেন বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব জানান, তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের সর্বশেষ চিকিৎসা পর্যালোচনায় বলা হয়েছে, এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে। তবে ছয় মাস পর পুনরায় চিকিৎসা করাতে হবে। সকলের দোয়া ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল লিখেছেন, ‘আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসিমুখে মোকাবিলা করেছেন। তিনি শুধু দীর্ঘদিনের জটিল চিকিৎসাই সহ্য করেননি, প্রায় ৫০ বছরের পারিবারিক চ্যালেঞ্জও সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন।’
স্ত্রীর অস্ত্রোপচারের সময় নিজে ছিলেন কারাগারে
২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয় এবং ১০ ডিসেম্বর অস্ত্রোপচারের দিন নির্ধারিত ছিল। কিন্তু এর মাত্র দুই দিন আগে রাত ৩টায় তাকে নিজ বাসা থেকে আটক করে ‘আওয়ামী পুলিশ’। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যখন আমার স্ত্রীর শরীরে অস্ত্রোপচার চলছিল, তখন আমি ছিলাম কারাগারে।’
তখন হাসপাতাল ও অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন কেবল তাঁদের কন্যারা এবং এ জেড এম জাহিদ হোসেন (AZM Zahid Hossain)। দলীয়ভাবে খোঁজখবর রাখেন তারেক রহমান (Tarique Rahman) সহ তাঁর ভাইবোনেরা।
ফখরুলের ত্যাগের সাক্ষী সেই দিনগুলো
পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, স্ত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে তার চারপাশের পৃথিবী থেমে গিয়েছিল। তিনি লিখেছেন, ‘তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা।’
কারাগারে কাটানো ৩২ দিন যে কতটা মানসিকভাবে কঠিন ছিল, তা তিনি ইঙ্গিত করেছেন এই পোস্টে। উল্লেখযোগ্যভাবে, একই ঘটনা নিয়ে তাঁর মেয়ে শামারুহ মির্জাও ২০২3 সালের ডিসেম্বরে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন।