প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন : গোলাম পরওয়ার

দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)–এর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য।

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ জামায়াতের আয়োজিত এক দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচনী রোডম্যাপের দাবি

গোলাম পরওয়ার বলেন, “জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে যতটুকু সময় প্রয়োজন, সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচন ঘোষণার রোডম্যাপ প্রকাশ করা উচিত। অহেতুক বিলম্ব দেশের জন্য শুভ নয়।”

তিনি আরও বলেন, “জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরশাসকেরা। যারা দেশের অর্থ পাচার করে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে কোটি কোটি টাকা ব্যয় করছে।”

ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

আন্তর্জাতিক ইস্যুতে মত প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসরায়েল (Israel) আজ ফিলিস্তিনের গাজাবাসী নারী-শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। তারা একটি গণহত্যার মাধ্যমে নিজেদের সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।”

তিনি বলেন, “পৃথিবীর মানচিত্র থেকে এই সন্ত্রাসী রাষ্ট্রকে গুঁড়িয়ে দিতে হবে। যে দেশগুলো ইসরায়েলকে সমর্থন ও ইন্ধন দিচ্ছে, তাদের প্রতিও হুঁশিয়ারি দিতে হবে।”

মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গাজায় হামলা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ না হলে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি জাতিসংঘ (United Nations) এবং ওআইসি (OIC)-কে আহ্বান জানান, যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিকভাবে বয়কট ও প্রতিরোধ গড়ে তোলে।

জামায়াত নেতাদের উপস্থিতি

এই রুকন শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী (Shahjahan Chowdhury)।
শিবির পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং মুহাম্মদ নজরুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *