রাজধানীতে এসএসসি শিক্ষার্থী অপহরণ, রামপুরা থেকে নিখোঁজের পর মুক্তিপণ দাবি

রাজধানী ঢাকার রামপুরা থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (Arefin Kamrul Islam) অপহরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সালামবাগ মসজিদ এলাকার কাছ থেকে নিখোঁজ হওয়ার পর, ওই রাতেই তার পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে অজ্ঞাত অপহরণকারীরা।

রাতেই থানায় খবর, দ্রুত অভিযান শুরু

এ ঘটনায় রাতেই রামপুরা থানাকে অবহিত করে ভুক্তভোগীর পরিবার। এরপর থেকেই পুলিশ উদ্ধার অভিযানে নামে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ (Md. Ataur Rahman Akand) আজ শুক্রবার (১১ এপ্রিল) বলেন, “বৃহস্পতিবার রাতেই পরিবার বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই কাজ শুরু করি।”

তিনি আরও জানান, “বিকেলে আনুষ্ঠানিকভাবে থানায় মামলা নেওয়া হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীর সম্ভাব্য অবস্থান চিহ্নিত করেছি। আশা করছি আজকের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।”

অপহরণের এই ঘটনায় স্থানীয় মহলে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের মধ্যে এভাবে প্রকাশ্যে একজন পরীক্ষার্থী অপহৃত হওয়ায় অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অপহরণকারীদের পরিচয় বা মুক্তিপণের পরিমাণ জানা যায়নি। পুলিশ বলছে, তদন্ত ও অভিযান একসঙ্গে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *