টাউট সিন্ডিকেটের মাধ্যমে রাজনীতি হরণ ও গণতন্ত্রের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতিকে বাইপাস করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। এই গোষ্ঠীকে ‘টাউট সিন্ডিকেট’ আখ্যা দিয়ে বলা হচ্ছে, তারা সরকারকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে, বিভিন্ন রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। এরা তথাকথিত সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং এর ফাঁকে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট চালিয়ে যাচ্ছে।
নির্বাচনী সংস্কারকে বাঁধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ
অভিযোগে আরও বলা হয়েছে, সংষ্কারের দাবিকে ধ্বংস করতে এবং নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে তুলতে এই গোষ্ঠী নানা কৌশল অবলম্বন করছে। নির্বাচন কমিশন গঠনে বাধা তৈরি করা, এবং বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো তাদের উদ্দেশ্য। তারা ভারত ও আওয়ামী লীগবিরোধী রাজনীতির মোড়কে ভারতবিরোধী বক্তব্য ও নীতি চালিয়ে যাচ্ছে।
সামাজিক বিভাজন ও ফেক হাইপ সৃষ্টির অভিযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গোষ্ঠী কৃত্রিম হুজুগ সৃষ্টি করছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিভাজন তৈরি করছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা রাজনীতিহীন ক্ষমতার পথ খুঁজছে।
গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাষ্ট্র গঠনের তাগিদ
লেখক মনে করেন, এই ‘টাউট সিন্ডিকেট’-এর হাত থেকে রাজনীতি ও রাষ্ট্রকে মুক্ত করতে হলে প্রকৃত রাজনৈতিক দলগুলোকে সামনে এসে সম্মিলিতভাবে সংষ্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিতে হবে। গণতান্ত্রিক ও নাগরিক অধিকারভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকবে এবং কোনো এলিট গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য থাকবে না।
নেতিবাচক প্রভাব ফেলে এমন নেতৃত্বের তদন্তের দাবি
লেখক এক পর্যায়ে নাম না করে অভিযোগ করেন, টাউট সিন্ডিকেটের একজন সদস্য বিদেশি অনুদানের টাকায় প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানির মালিক হয়ে আজ রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করছে। তার শত শত কোটি টাকার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি জানানো হয়।
শেষে লেখক সতর্ক করেন, রাজনীতিকে বাইপাস করার চেষ্টা বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই এখনই সময় প্রকৃত রাজনীতির পথ ধরে গণতন্ত্রের ভিত মজবুত করার।
*জনপ্রিয় কবি, চিন্তক রেজাউল করিম রনি’র ফেসবুক পোস্ট থেকে সংকলিত