‘আমরাও তো গোপনে পালাইছি, খুব সতর্কতার সঙ্গে, হাসিনা কীভাবে হেলিকপ্টারে গেল?’

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী (Abdul Latif Siddique) সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশত্যাগ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, একটি সরকার পতনের পর নেতাদের ‘পলায়ন’ সাধারণত গোপন ও সতর্কতার মধ্য দিয়ে হয়, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগ ছিল ব্যতিক্রম।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমরাও তো পালাইছি। যেমন আমি দুইবার দেশত্যাগ করেছি—একবার ১৯৭১ সালে, আরেকবার ১৯৭৫ সালে। দুইবারই সীমান্ত পার হয়েছি খুব গোপনে ও সতর্কভাবে। কেউ জানত না। কিন্তু হাসিনা হেলিকপ্টারে পালাল কীভাবে?”

তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশে যখন রাষ্ট্রবিপ্লব হয়, তখন রাষ্ট্রনেতারা নিহত হন বা আত্মগোপনে যান। আমি কোথাও কোনো লেখা পাইনি যে, শেখ হাসিনা কিভাবে হেলিকপ্টারে দেশত্যাগ করলেন। এটা তো রাষ্ট্রীয় হেলিকপ্টার, মিলিটারি হেলিকপ্টার—এত সহজে তা কীভাবে পাওয়া যায়? হেলিকপ্টারে চড়ে পালানো কি গোপন দেশত্যাগ?”

আওয়ামী লীগের পতনের কারণ হিসেবে তিনি শেখ হাসিনার ‘কর্মফল’কে দায়ী করে বলেন, “শুধু হাসিনার নয়—সে তো ব্যক্তি না, সে একটা দল, একটা শাসনযন্ত্রের প্রতীক। কেউ কেউ বলে সে প্রদীপ, কেউ বলে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, কেউ বলে ফ্যাসিস্ট। এটাই তার শেষ পরিণতি।”

শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলতে গিয়ে লতিফ সিদ্দিকী সাফ জানান, “সে অপরাধ করেছে, এটা যদি প্রমাণ হয়, তাহলে বিচার তো হবেই। এতে কোনো সন্দেহ নেই।”

রাজনৈতিক পটপরিবর্তনের এই উত্তাল সময়ে, শেখ হাসিনার হঠাৎ দেশত্যাগ, তা-ও হেলিকপ্টারে—তা ঘিরে যেমন সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে, তেমনি অভ্যন্তরীণ রাজনৈতিক মহলেও উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে, ক্ষমতাচ্যুত সরকারের প্রধান কিভাবে সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশত্যাগ করলেন—এমন প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *