মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি আর নেই

মালয়েশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি (Abdullah Ahmad Badawi) আর নেই। ৮৫ বছর বয়সে তিনি সোমবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস। বেশ কিছুদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি।

তার মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং তার জামাতা খাইরি জামালউদ্দিন (Khairy Jamaluddin)। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আবদুল্লাহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি তার প্রিয়জনদের মাঝে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’

মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আবদুল্লাহ দেশজুড়ে ‘পাক লাহ’ নামেই অধিক পরিচিত ছিলেন। গত ১৩ এপ্রিল সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে আইজেএনের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল তাকে।

আবদুল্লাহ বাদাবি ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দুর্নীতিবিরোধী অবস্থান এবং অর্থনৈতিক সংস্কারমুখী পদক্ষেপ তাকে রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য চরিত্রে পরিণত করে।

তাঁর মৃত্যুতে মালয়েশিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ এই প্রাক্তন নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার অবদানের কথা স্মরণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *