ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ (Shah Alam Murad)–কে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া (Rabiul Hossain Bhuiyan)।

ডিবি জানায়, শাহে আলম মুরাদের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং সে অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় এই নেতা এর আগেও রাজনৈতিক কর্মকাণ্ডে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। চলতি মাসের ৬ তারিখে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত একটি আকস্মিক মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই মিছিলটি ছিল হঠাৎ আয়োজন করা একটি ‘ঝটিকা মিছিল’, যেখানে দলের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।

এই মিছিলের পর থেকেই গোয়েন্দা নজরদারির আওতায় ছিলেন শাহে আলম মুরাদ। ধারণা করা হচ্ছে, ছাত্র আন্দোলনের মামলাগুলোর পাশাপাশি হঠাৎ সংগঠিত এই মিছিলও তার বিরুদ্ধে নেওয়া আইনগত সিদ্ধান্তে প্রভাব রেখেছে।

তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে স্পষ্ট কোন অভিযোগে চার্জ গঠন হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তার গ্রেপ্তারের খবরে আওয়ামী লীগের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কেউ কেউ বলছেন এটি দলের অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *