বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত টিকলি শরিফকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসার সময় আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি রফিকুল ইসলাম (Rafiqul Islam), যিনি বর্তমানে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
টিকলি শরিফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। এছাড়া তিনি খুলনা মহানগর ছাত্রলীগ (Khulna City Chhatra League)-এর ছাত্রীবিষয়ক উপ-সম্পাদক এবং ববি ক্যাম্পাসে সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, গেল জুলাই মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ছাত্র সহিংসতার ঘটনায় টিকলির বিরুদ্ধে মামলা রয়েছে। সেই ঘটনার জের ধরেই ছাত্রদল তাকে নজরদারির মধ্যে রেখেছিল।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন ভোলা রোডে একটি দোকানে চা খাচ্ছিলেন টিকলি ও আরও দুইজন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি (Sonia Khan Soni) বলেন, “পুলিশের সঙ্গে কথা বলেই তাদের হস্তান্তর করেছি।”
ছাত্রদলের ববি শাখার নেতা মিনহাজুল ইসলাম জানান, তারা তথ্য পেয়েছিলেন যে, ক্যাম্পাসের বাইরে কয়েকজন ছাত্রলীগ কর্মী গোপনে মিটিং করছেন। সেই সূত্রেই তারা উপস্থিত হয়ে টিকলিসহ তিনজনকে আটক করেন।
তবে আটক হওয়ার পর টিকলি শরিফ বলেন, “আমার কাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি সন্ধ্যায় বের হলে জুনিয়রদের সঙ্গে দেখা হয়, আমরা চা খেতে যাই—সেখান থেকেই আমাদের ধরে নিয়ে যাওয়া হয়।”
ওসি রফিকুল ইসলাম বলেন, “টিকলির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
অন্যদিকে আটক হওয়া বাকি দুজনের ছাত্রলীগের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় এই ঘটনায় ফের উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের এমন পদক্ষেপে একপক্ষ স্বস্তি প্রকাশ করলেও, অন্য পক্ষ এটি ‘রাজনৈতিক হয়রানি’ বলেই দাবি করছে।